• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

এদেশে সাম্প্রদায়িক ধর্মীয় মৌলবাদীদের কোন স্থান হবে না: সেখ জুয়েল

আজকের খুলনা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, জনতাই শক্তি, জনস্রোতের মধ্য দিয়ে জামায়াত বিএনপি জঙ্গিবাদকে ভাসিয়ে দেয়া হবে। যারা ধর্মীয় অনুভূতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে এদেশের মানুষ উচিত শিক্ষা দিবে। এদেশে সা¤প্রদায়িক ধর্মীয় মৌলবাদীদের কোন স্থান হবে না। তিনি বলেন, এই মৌলবাদীদের নির্মূল করতে দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। দল সুসংগঠিত হলে কোন অপশক্তি বাংলার মাটিতে স্থান পাবে না। সেজন্য প্রত্যেক ওয়ার্ডে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। বঙ্গবন্ধুর মতো সেবা দিয়ে মানুষের মন জয় করতে হবে। ৭১’ যেমন বঙ্গবন্ধুর নির্দেশে এদেশের মানুষ সকল উগ্র মৌলবাদী গোষ্ঠীকে পরাজিত করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। তেমনি ভাবে জনশক্তিকে অপশক্তির বিরুদ্ধে জাগিয়ে তুলতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে সমস্ত অপশক্তির মূল উৎপাটন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। 

মঙ্গলবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে মহানগর আ’লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নগর আ’লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানার পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা কাজী এনায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, শেখ মোঃ ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ কামাল, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবির, এড. খন্দকার মজিবর রহমান, শেখ মোঃ আনোয়ার হোসেন, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মোঃ শাহজাদা, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, মোঃ জাহাঙ্গীর হোসেন খান, কামরুল ইসলাম বাবলু, হাফেজ মোঃ শামীম, মোঃ মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, মোজাম্মেল হক হাওলাদার, আলী আজগর মিন্টু, মাহবুবুল আলম বাবলু মোলা, এড. মোঃ সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, তসলিম আহমেদ আশা, কাজি জাহিদুল হোসেন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাস, কাউন্সিলর শেখ গাউসুল আজম, এস এম আকিল উদ্দিন, কাউন্সিলর এস এম মোজাফ্ফর রশিদী রেজা, কাউন্সিলর আবুল কালাম আজাদ বিকু, কাউন্সিলর ইমাম হোসেন চৌধুরী ময়না, কাউন্সিলর ডালিম হাওলাদার, প্যানেল মেয়র এড. মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর গোলাম মওলা শানু, কাউন্সিলর আমেনা হালিম বেবী, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া, এড. এ কে এম শাহজাহান কচি, এড. সুলতানা রহমান শিল্পী, রনজিত কুমার ঘোষ, মোঃ সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, অধ্যাপক এ বি এম আদেল মুকুল, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল, শেখ আবিদ উল­াহ, মোঃ নুর ইসলাম, শেখ জাহিদ হোসেন, মোঃ জাহিদুল হক, চ ম মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, শেখ আব্দুল আজিজ, জামিরুল হুদা জহর, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, মঈনুল ইসলাম নাসির, ফেরদৌস হোসেন লাবু, বাবুল সরদার বাদল, আব্দুল হাই পলাশ, এড. মোঃ ফারুক হোসেন, কাজী এনায়েত আলী আলো, আব্দুস সাত্তার লিটন শেখ মোঃ রুহুল আমিন, সরদার আব্দুল হালিম, মীর মোঃ লিটন, মোঃ মোতালেব মিয়া, মোঃ জাকির হোসেন, মোঃ ইউসুফ আলী খান, শেখ হাসান ইফতেখার চালু, নজরুল ইসলাম তালুকদার, মোঃ শিহাব উদ্দিন, এড. শামীম মোশাররফ, শেখ এশারুল হক, আতাউর রহমান শিকদার রাজু, মোঃ ফয়েজুল ইসলাম টিটো, ওহিদুল ইসলাম পলাশ, মোঃ সেলিম হোসেন, শাহজাহান জমাদ্দার, জিয়াউল আলম খান খোকন প্রমুখ নেতৃবৃন্দ। 

সভায় জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জনসভা সফল করতে প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত হয়। 

আজকের খুলনা
আজকের খুলনা