• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় দুদকের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আজকের খুলনা

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২  

দুর্নীতি প্রতিরোধে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার আহবানের মধ্যদিয়ে সারাদেশের ন্যায় খুলনায়ও দুর্নীতি দমন কমিশন-দুদকের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে ছিল দুদকের বিভাগীয় ও সমন্বিত জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন, দুর্নীতি বিরোধী ব্যানার টানানো, আলোচনা সভা প্রভৃতি।
প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে খুলনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে আলোচনা সভা সোমবার বেলা সাড়ে ১১টায় দুদকের খুলনা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

দুদক সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবদুল ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সংস্থাটির খুলনা বিভাগীয় পরিচালক মোঃ মঞ্জুর মোর্শেদ। 

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি খুলনার সাধারণ সম্পাদক শেখ আশরাফ-উজ-জামান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, সদস্য মিনা আজিজুর রহমান, মোঃ মনিরুজ্জামান রহিম, আকতার উদ্দিন পান্নু, অধ্যাপক আজম খান, রাকিব উদ্দিন ফারাজী, অধ্যাপক আবুল বাসার, এস এম ইকবাল হোসেন বিপ্লব, মিজানুর রহমান জিয়া, এইচ এম আলাউদ্দিন, এসএমএ রহিম, দুদক খুলনার সহকারী পরিচালক বিজন কুমার রায়, মোঃ আল-আমীন ও মোঃ সাখায়াত হোসেন, উপ-সহকারী পরিচালক মোঃ আশরাফুল হক, মোঃ রুবেল হোসেন, মোঃ আশরাফুল হক ও মোঃ হৃদয় হোসেন, পরিদর্শক মোঃ মনিরুজ্জামান প্রমুখ।

সভায় খুলনার স্বাস্থ্য বিভাগ, ভ‚মি অফিস, বিভিন্ন অফিসের আউটসোর্সিং কর্মচারী নিয়োগে অস্বচ্ছতাসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া খুলনার যেসব শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর রয়েছে সেগুলোর তদারকি করা, অন্যান্য প্রতিষ্ঠানেও সততা স্টোর স্থাপনের মাধ্যমে মানুষের মধ্যে দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টি বিষয়ে আলোচনা করা হয়। একই সাথে সকল প্রকার দুর্নীতি প্রতিরোধে দুদক ও প্রতিরোধ কমিটিকে একযোগে কাজ করার আহবান জানানো হয়। 
সভায় আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে গৃহিত কর্মসূচি পালনে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

আজকের খুলনা
আজকের খুলনা