• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কেসিসি’র দুই কর্মকর্তা পেলেন শুদ্ধাচার পুরস্কার

আজকের খুলনা

প্রকাশিত: ৭ জুলাই ২০২২  

খুলনা সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তা ও একজন কর্মচারী পেয়েছেন শুদ্ধাচার পুরস্কার-২০২২। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক গতকাল বুধবার সকালে নগরভবনে এ পুরস্কার প্রদান করেন। মূল্যায়ন সূচক অনুযায়ী নম্বর বিবেচনাপূর্বক সর্বোচ্চ নম্বর প্রাপ্ত কর্মকর্তা কেসিসি’র সচিব মোঃ আজমুল হক এবং কর্মচারী পূর্ত বিভাগের উচ্চমান সহকারী মোঃ হেমায়েত উদ্দিন খানকে মনোনীত করেন শুদ্ধাচার পুরস্কারের জন্য গঠিত কেসিসি’র যাচাই-বাছাই কমিটি। সিটি মেয়র শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত কর্মকর্তা ও কর্মচারীর হাতে সার্টিফিকেট ও ক্রেস্টসহ এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ তুলে দেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত্ব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসহ সমাজে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে সরকার “শুদ্ধাচার প্রদান নীতিমালা-২০১৭” প্রণয়ন করে। মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়ন নির্দেশিকা ২০২১-২২ এর ১.৮নং নির্দেশিকার আলোকে কেসিসি কর্মকর্তা-কর্মচারীদের এ শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।

আজকের খুলনা
আজকের খুলনা