• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

শহরাঞ্চলে স্থানচ্যুত মানুষের দুর্যোগ ঝুঁকি কমাতে কর্মশালায়

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ জুন ২০২২  

শহরাঞ্চলে স্থানচ্যুত মানুষের দুর্যোগ ঝুকি কমাতে অনুষ্ঠিত আঞ্চলিক এ্যাডভোকেসি কর্মশালায় বিভিন্ন সুপারিশ গৃহিত হয়েছে। স্থানচ্যুত শহর এলাকায় জনসংখ্যার জন্য স্থানীয়ভাবে পরিচালিত দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের আওতায় বৃহস্পতিবার বেসকারি উন্নয়ন সংস্থা ভয়েস অব সাউথ বাংলাদেশ-এর আয়োজনে খুলনার আভা সেন্টারের হল রুমে অনুষ্ঠিত আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেসিসি’র প্যানেল মেয়র-২ আলী আকবর টিপু।

ভয়েস অব সাউথ বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালা আরও বক্তৃতা করেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আশিক-উর রহমান, খুলনা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক খান মোহাম্মদ মোতাহার আলী, খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা বেগম, সংরক্ষিত নারী কাউন্সিলর কনিকা সাহাসহ আরও অনেক।

কর্মশালায় রূপসার বস্তিতে বসাবসকারী মরিয়ম বেগম নামের এক নারী বলেন, পানির জন্য আমরা খুব কষ্টে আছি। এখানে গভীর নলকূপ নেই, ড্রেনেজ ব্যবস্থা ভাল না। তারপরও ভয়েস অব সাউথ বাংলাদেশ এর পক্ষ থেকে পানির ট্যাঙ্কি ও সেলাই মেশিন দেয়ায় আমাদের অনেক উপকার হয়েছে। তাই সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের প্রতি সুপেয় পানি ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য অনুরোধ জানান তিনি।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। সামগ্রিক অধিকার ভিত্তিক বাস্তাবায়নযোগ্য টেকসই কাঠামো গড়ে তোলা যা বিভিন্ন পর্যায়ে দুর্যোগ ও জলবায়ুজনিত অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির শিকার মানুষদের সুরক্ষা দেবে এবং তাদের অধিকার নিশ্চিত করবে।

আজকের খুলনা
আজকের খুলনা