• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় আরো দুই চিকিৎসক করোনা আক্রান্ত

আজকের খুলনা

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২০  

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরো দুইজন চিকিৎসক নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ রোববার (১৯ এপ্রিল) রাতে খুলনা মেডিকেল কলেজের পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ ধরা পড়ে।

এ নিয়ে এই কলেজের তিনজন চিকিৎসক করোনা আক্রান্ত হলেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবদুল আহাদ জানান, আজ কলেজের পিসিআর মেশিনে ২০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে মেডিকেল কলেজের ৪৪ জন চিকিৎসকের নমুনাও পরীক্ষা করা হয়।

তিনি বলেন, আক্রান্ত ওই দুই চিকিৎসক খুমেকের গেস্ট হাউজে চিকিৎসাধীন রয়েছেন। তাদের নগরীর বয়রাস্থ করোনার জন্য তৈরি করা হাসপাতালে (ডায়াবেটিক হাসপাতাল) নিয়ে চিকিৎসা দেওয়া হবে।

এর আগে শনিবার ইউরোলজি বিভাগের এক সহকারী অধ্যাপক করোনা পজিটিভ ধরা পড়েন।

গত ১৪ এপ্রিল খুলনা মহানগরীর করিমনগর এলাকার একজন করোনা পজেটিভ শনাক্ত হয়। তিনি বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন।

গত ৭ এপ্রিল থেকে খুমেকের পিসিআর মেশিনে ৮২৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে তিনজন চিকিৎসকসহ ৭ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা