• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

হেলথ এন্ড ফ্যামিলি প্লানিং বিষয়ক সচেতনতামূলক সভা

আজকের খুলনা

প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৯  

খুলনায় সেস্কুচুয়াল রিপ্রডাক্টটিব হেলথ এন্ড ফ্যামিলি প্লানিং বিষয় সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বিএমএ ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

খুলনা মহানগর প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ, হ্যন্ডিক্যাপ ইনটারন্যাশনাল, হিউম্যানিটি এন্ড ইনক্লশন এর সার্বিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন খুলনা মহানগর প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুস সালাম হাওলাদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট গাইনী বিশেষজ্ঞ ডা: বেগম রওগন আরা।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন খুলনা মহানগর প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার রানু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পারিবারিক স্বাস্থ্য সচেতনতা একটি সুস্থ্য সমাজ ও রাষ্ট্র গঠনে অগ্রনী ভূমিকা পালন করে। সুস্থ মা সুস্থ নবজাতক সকলের কাম্য, কিন্তু সুস্থ মা সুস্থ সন্তানের জন্য আমাদের সকলকে স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকতে হবে। সুস্থ মা, সুস্থ শিশু ও সুস্থ পরিবার গঠনে সঠিক স্বাস্থ্য সেবা গ্রহন নিশ্চিত কল্পে সরকারের সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছেন মাদার চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার, মেরিসট বাংলাদেশ, সূর্যের হাসি ক্লিনিক, সিটি ম্যাটারনিটি সেন্টার, ব্রাক ম্যাটারনিটি সেন্টার সহ অসংখ্য স্বাস্থ্য সেবা দাতা প্রতিষ্ঠান ।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার লোক অংশগ্রহন করেন।

আজকের খুলনা
আজকের খুলনা