• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

রাঙামাটিতে জশনে জুলুস

আজকের খুলনা

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৯  

রাঙামাটিতে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)-উপলক্ষে জশনে জুলুস পালিত হয়েছে।আজ শুক্রবার জুমার নামাজের পর রাঙামাটি জেলা গাউছিয়া কমিটির উদ্যোগে বর্ণাঢ্য জশনে জুলুস বের করা হয়। 

শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা জামে মসজিদে সামনে শেষ হয়। এ জুলুসে রাঙামাটি ১০টি উপজেলার থেকে শত শত মুসলমান যোগদান করে। নানা রঙ-বেরঙের ব্যানার ফেস্টুন ও কলেমা খচিত পতাকা নিয়ে মুসল্লিরা জুলুসে যোগদান করেন। জশনে জুলুসে নেতৃত্ব দেন রাঙামাটি সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আল্লামা আলহাজ্ব নুরুল আলম হেজাজী। 

এসময় রাঙামাটি জেলা গাউছিয়া কমিটির আহবায়ক হাজী মো. মুছা মাতব্বর, সদস্য সচিব মুহাম্মদ আবু সৈয়দ, জেলা গাউছিয়া কমিটির সদস্য মাওলানা শফিউল আলম আল-ক্বাদেরীর, বনরূপা মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা ইকবাল হোসাইন আল কাদেরী, কাঠালতলি জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মাওলানা সেকান্দর হোসাইন আল ক্বাদেরী, রিজার্ভ বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী মাওলানা নঈম উদ্দিন আল ক্বাদেরী, সদস্য হাজী আবদুল করিম খান, হাজী নাছির উদ্দিন, হাজী মো. মুছা ও হাজী মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

আজকের খুলনা
আজকের খুলনা