• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

যশোরে মাঠে নেমেছে সেনাবাহিনী

আজকের খুলনা

প্রকাশিত: ২৪ মার্চ ২০২০  

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারের ঘোষণা অনুযায়ী যশোরে কাজ শুরু করেছে সেনাবাহিনীর সদস্যরা। আজ প্রথমদিন তারা জেলা ও পুলিশ প্রশাসনের কাছ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন। 

আজ দুপুর সাড়ে ১২টার দিকে সেনা সদস্যদের একটি টিম জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক করেন। পরে জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্নেল নেয়ামুল ইসলাম বলেন, হোম কোয়ারেনটাইনে যারা আছে তাদের কারণে যেন সাধারণ মানুষ আক্রান্ত না হন সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। আর এ জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে জেলা ও পুলিশ প্রশাসনের সাথে কথা হয়েছে। আজ থেকেই কাজ শুরু হয়েছে। 

তিনি বলেন, সেনা সদস্য বাড়ানো হবে কিনা তা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। কোয়ারেনটাইনের সংখ্যা মূল্যায়ন করেই সেনা সদস্যের সংখ্যা নির্ধারণ করা হবে। পুলিশ সুপার আশরাফ হোসেন বলেন, এখনও অপ্রয়োজনে মানুষ ঘোরাফেরা করছেন। সেনা সদস্যদের সাথে সমন্বিতভাবে পেট্রোলিং করে মানুষকে বাড়িতে থাকতে বাধ্য করা হবে। 

আজকের খুলনা
আজকের খুলনা