• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত

আজকের খুলনা

প্রকাশিত: ১ নভেম্বর ২০১৯  

পাইকগাছায় র‌্যালী, আলোচনা সভা, সনদপত্র, গাছের চারা ও যুব ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে শুক্রবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে “দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত যুব দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আনোয়ার ইকবাল মন্টু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত যুবক নিজাম উদ্দীন, উপজেলা যুবলীগনেতা এম. এম. আজিজুল হাকিম, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহম্মেদ, যুগ্ম সম্পাদক এন. ইসলাম সাগর, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, পল্লী পশু চিকিৎসক ফসিয়ার রহমান, মাওঃ শামছুদ্দীন, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি ও ভূমিজ ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা লাবনী খাতুন।

উপস্থিত ছিলেন, ভূমিজ ফাউন্ডেশনের দলিত সদস্যবৃন্দ। অনুষ্ঠানে ১৯জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবককে ৭ লাখ ৬০ হাজার টাকার যুব ঋণের চেক, ৩৫জনকে সনদপত্র ও শতাধিক ব্যক্তিদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। 
 

আজকের খুলনা
আজকের খুলনা