• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

৯ জুন পর্যন্ত ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ালো এনবিআর

আজকের খুলনা

প্রকাশিত: ২৬ মে ২০২০  

জরিমানা ছাড়া চলতি কর বর্ষের ভ্যাট (ভেলু এডেড ট্যাক্স) বা মূসক (মূল্য সংযোজন কর) রিটার্ন জমা প্রদানের সময় সীমা ৯ জুন পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ মঙ্গলবার এনবিআর সদস্য (মূসক নীতি) মাসুদ সাদিক স্বাক্ষরিত এক বিশেষ আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এতে দেশের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান গত মার্চ ও এপ্রিলের রিটার্ন দাখিল করতে পারেনি। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করলে ১০ হাজার টাকা জরিমানা প্রদানের বিধান রয়েছে।

এ ছাড়া নির্ধারিত তারিখের পরের দিন থেকে পরিশোধের দিন পর্যন্ত প্রদেয় করের পরিমাণের ওপর মাসিক ২ শতাংশ সরল হারে সুদ প্রদানেরও বিধান আছে।বিশেষ আদেশে ৯ জুন পর্যন্ত ভ্যাট রিটার্ন দাখিল করলে জরিমানা ও সুদ প্রদান থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা