• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

৮০০ পিপিইসহ বিপুল পরিমাণ মাস্ক দিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার

আজকের খুলনা

প্রকাশিত: ২ এপ্রিল ২০২০  

করোনা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের পিপিই সংকট মেটাতে হাত বাড়িয়ে দিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত। তিনি পুলিশ লাইনের ক্লথ স্টোরে উন্নত মানের ৫০০ পিচ পিপিই তৈরি করিয়েছেন চিকিৎসকদের জন্য। বৃহস্পতিবার সকালে চারশ' পিপিইসহ বিপুল সংখ্যক মাস্ক সিভিল সার্জনের কাছে তুলে দিয়েছেন তিনি।  

কুষ্টিয়ায় করোনা সংক্রমিত রোগীদের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ উপজেলা পর্যায়ে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। করোনা রোগী শনাক্ত হলে এসব ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হবে। তবে জেলায় চিকিৎসকদের পিপিই সংকটের কথা শুনে নিজ উদ্যোগে পিপিই সরবরাহের উদ্যোগ নেন পুলিশ সুপার তানভীর আরাফাত।

কুষ্টিয়ার খোকসা উপজেলায় বাড়ি বিজিএমইএর নবীন পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন রুবেলের মাধ্যমে চীন থেকে উন্নত মানের কাপড় ও ডিজাইন এনে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে পুলিশের পোশাক তৈরির কারখানায় এসব পিপিই তৈরি করা হয়। ৫০০ পিপিই এ কারখানায় তৈরির পাশাপাশি ৩০০ পিপিই ঢাকা তৈরি করে আনা হয়েছে।

পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, সব মিলিয়ে ৮০০ পিস পিপিই এই মুহূর্তে চিকিৎসকদের জন্য দেওয়া হচ্ছে। পিপিই তৈরির জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিজিএমইএ’র নবীন পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন রুবেল।

এদিকে ৮০০ পিপিই ও বিপুল সংখ্যক মাস্ক পেয়ে আপাতত সংকট কেটে যাওয়ায় স্বস্তির কথা জানান কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, 'কিছু পিপিই আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে পেয়েছিলাম। তবে পুলিশ সুপার ৮০০ পিপিই সরবরাহ করায় করায় আপাতত সংকট কেটে যাচ্ছে। সবার সহযোগিতা এভাবে অব্যাহত থাকলে সব সংকট কেটে যাবে ইনশাআল্লাহ।'

আজকের খুলনা
আজকের খুলনা