• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

৭ বস্তির ৬ হাজার পরিবারে বিসিসির খাদ্য সহায়তা

আজকের খুলনা

প্রকাশিত: ২ এপ্রিল ২০২০  

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে কর্মহীন অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।

ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ এপ্রিল) নগরের কসাইখানা, কলাপট্টি, শিশুপার্ক ও পলাশপুর কলোনীর (বস্তি) একাংশে দুই হাজারের বেশি নিম্ন আয়ের মানুষের ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী ওমর ফারুক।

মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশে গত সোমবার থেকে শুরু হওয়া খাদ্য সহায়তা প্রদান কর্মসূচির মাধ্যমে নগরের ছোটবড় ৭টি বস্তির ৬ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হলো। যার মধ্যে সোমবার (৩০ মার্চ) মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক কলোনীর (কেডিসি বস্তি) কর্মহীন ১ হাজার ২শ মানুষের ঘরে, দ্বিতীয় দিন মঙ্গলবার (৩১ মার্চ) স্টেডিয়া কলোনীর (চাঁদমারি বস্তি) ১ হাজার ৩ শত এবং তৃতীয়দিন বুধবার (১ এপ্রিল) নগরের রসুলপুর কলোনীর দেড় হাজার মানুষের ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, এসব খাবারের প্রতিটি প্যাকেটে ১০ কেজি করে চাল, পাঁচ কেজি আলু ও দুই কেজি মসুর ডাল রয়েছে।

জনগণের নিরাপদে ঘরে থাকা নিশ্চিত করতে এসব খাদ্য সহায়তা দেয়া হচ্ছে এবং যা বর্তমান পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নগরজুড়ে এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে মেয়রের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিসিসির প্রশাসনিক কর্মকর্তা কাজী মোয়াজ্জেম হোসেন জানান, সিটি করপোরেশনের হিসাবে করোনা পরিস্থিতির কারণে নগরের ৩০টি ওয়ার্ডের অন্তত ৪০ হাজার মানুষ বর্তমানে কর্মহীন অবস্থায় রয়েছেন। অসহায় এ মানুষদের খাদ্য সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন সিটি মেয়র। তার নির্দেশে সোমবার থেকে এ খাদ্য সহায়তা কর্মসূচি শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব ওয়ার্ডে খাদ্য সহায়তা দেওয়া হবে।

আজকের খুলনা
আজকের খুলনা