• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

৫ মাস পর খুলনা-বেনাপোল বেতনা এক্সপ্রেস চালু

আজকের খুলনা

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২০  

করোনা প্রাদুর্ভাবের কারণে ৫ মাস ১০ দিন বন্ধ থাকার পর শনিবার (৫ সেপ্টেম্বর) থেকে আবার চালু হয়েছে খুলনা-বেনাপোল বেতনা এক্সপ্রেস ট্রেনটি। ২৪ মার্চ থেকে বন্ধ হয়ে যায় খুলনা বেনাপোল বেতনা এক্সপ্রেস ট্রেনটি।

পরবর্তীতে সারা দেশে লোকাল ট্রেন গুলো পুনরায় চালানোর নিদ্ধান্ত নেয় সরকার। এরই পরিপেক্ষিতে শনিবার দুপুরে খুলনা স্টেশন থেকে ছেড়ে আসে বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেনটি।

লকডাউনে থাকার পর সীমিত আকারে বেনাপোল-ঢাকা, খুলনা-চিলাহাঁটি, খুলনা-রাজশাহী ও খুলনা-ঢাকার মধ্যে ট্রেন চলাচল শুরু হয়।

বেনাপোল রেলওয়ে স্টেশন ম্যানেজার সাইদুজ্জামান বলেন, আগে বেনাপোল- খুলনার মধ্যে বেতনা এক্সপ্রেসটি দিনে দুই বার চলাচল করতো। করোনার কারণে সীমিত আকারে আপাতত ট্রেনটি একবার চলাচল করবে।

*** বাংলা ট্রিবিউন সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

আজকের খুলনা
আজকের খুলনা