• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

৩০ ঘন্টা পর বাড়ি ফিরলেন ১৬ নার্স ও স্বাস্থ্যকর্মী

আজকের খুলনা

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা সেই ১৬ জন নার্স ও স্বাস্থ্যকর্মী বাড়ি ফিরেছেন।

প্রায় ৩০ ঘন্টা পর শুক্রবার রাতে তাদের বাড়িতে যেতে দেওয়া হয়।

এর আগে জ্বর ও শ্বাসকষ্টে মারা যাওয়া রোগী মোস্তাহিদুর রহমান রুবেল (৪৫) করোনা আক্রান্ত হতে পারে আশঙ্কায় বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর থেকে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। আইইডিসিআর থেকে ওই রোগীর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় তারা মুক্ত হন। এসব স্বাস্থ্যকর্মী রুবেলের চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন।

শনিবার (২৮ মার্চ) খুমেক হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই নার্স ও স্বাস্থ্যকর্মীরা এখন থেকে তাদের বাড়িতে দুই সপ্তাহ সতর্কতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকবেন।'

তিনি বলেন, ‘মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করতে সরকারের স্বাস্থ্য বিভাগের একটি টিম বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনায় এসেছিলেন। করোনা ভাইরাস শনাক্তে উপাদান সংগ্রহ করে অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষা সম্পন্ন করার পর নিশ্চিত হওয়া গেছে যে তিনি করোনায় আক্রান্ত নন।'

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর দেড়টায় খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত রুবেল মারা যান। তার বাড়ি মহানগরীর হেলাতলা এলাকায়।

আজকের খুলনা
আজকের খুলনা