• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

৩ বছর ধরে কোমরে বাড়ছিল `শিং`, হতে পারত ক্যান্সার!

আজকের খুলনা

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২০  

ব্রিটেনের ৫০ বছর বয়সী এক ব্যক্তির শরীরে তিন বছর ধরে বাড়ছিল একটি মাংসপিণ্ড। পিঠের নিচের দিকে বড় হওয়া সেই মাংসপিণ্ডের আকৃতি ছিল কিছুটা শিংয়ের মতো। দৈর্ঘ্যে ৫.৫ ইঞ্চি সেই মাংসপিণ্ডকে সম্প্রতি অপসারণ করা হয়েছে। এটি থেকে ক্যান্সারে আক্রান্ত হতে পারতেন ওই ব্রিটিশ ব্যক্তি।

বিপদ বাড়ার আগেই সেটি কেটে ফেলা হয়েছে। থাইয়ের কাছে চর্বি ও চামড়া নিয়ে কোমরের ওই অংশটি পূরণ করা হয়েছে।

প্রায়ই মানুষের শরীরে ত্বকের উপর কালো ছোপ দেখা দেয় এবং সেটি অনেকেই এড়িয়ে যান। পরে সেটিতে squamous cell carcinoma (SCC) পাওয়া যায়। যা ধীরে ধীরে শরীরের মধ্যে বাড়তে থাকে ও ট্রিটমেন্টে ক্যান্সার রোগ থেকে মুক্তিও মেলে। এটি হয় সূর্যরশ্মি থেকে। তবে ব্রিটিশ ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি সূর্যরশ্মি এড়িয়েই চলতেন।

আজকের খুলনা
আজকের খুলনা