• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

২১২ ভিক্ষুকের বাড়িতে চাল-ডাল নিয়ে হাজির ইউএনও

আজকের খুলনা

প্রকাশিত: ২ এপ্রিল ২০২০  

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ হয়ে গেছে সব ধরনের দোকান পাট। এতে ঘর থেকে বের হতে পারছে না ভিক্ষুকরা। সেজন্য রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২১২ জন ভিক্ষুকের বাড়িতে খাবার পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম হেদায়েতুল ইসলাম।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল থেকে উপজেলার সাতটি ইউনিয়নের ২১২ জন ভিক্ষুকের বাড়িতে চাল, ডাল ও আলু পৌঁছে দেয়ার কাজ শুরু করেন ইউএনও।

একেএম হেদায়েতুল ইসলাম বলেন, উপজেলার সাতটি ইউনিয়নের ২১২ জন ভিক্ষুক যাতে এ পরিস্থিতির মধ্যে ঘর থেকে বের না হয়; সে লক্ষ্যে তাদের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল ও আলু পৌঁছে দেয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার প্রকৌশলী আলমগীর বাদশা, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম মামুনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ইউপি সদস্যরা।

আজকের খুলনা
আজকের খুলনা