• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

২০২০ সালটা আমাদের ধসিয়ে দিচ্ছে: যুবরাজ সিং

আজকের খুলনা

প্রকাশিত: ৬ আগস্ট ২০২০  

মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতের বন্দর এলাকায় হয়ে যাওয়া বিস্ফোরণে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ১৩৫ জনে দাঁড়িয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আহত চার হাজারেরও বেশি মানুষকে চিকিৎসাসেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মী ও হাসপাতালগুলো।

বিস্ফোরণের ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে, দেড়শ মাইল দূরে সাইপ্রাসেও এর ধাক্কা টের পাওয়া গেছে। বিস্ফোরণের ধাক্কায় বৈরুতে রিখটার স্কেলে ৩.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে।

ভয়াবহ সেই বিস্ফোরণের দৃশ্য ভিডিওতে দেখেই হৃদয় কেঁপে উঠেছে বিশ্ববাসীর। নাড়া দিয়েছে ক্রীড়াঙ্গণেও। দেশ-বিদেশের খেলোয়াড়রা নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই ঘটনা নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন।

বৈরুত ঘটনায় কষ্ট পাচ্ছেন ভারতের খেলোয়াড়রাও। তবে এজন্য ২০২০ সালের ওপরই ক্ষোভ প্রকাশ করছেন ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং।

টুইটে তিনি লিখেছেন, ‘বৈরুতের যে ভিডিও দেখছি, সেটি ভীষণ কষ্ট দিচ্ছে। হৃদয়বিদারক। সেখানকার মানুষকে কী দৃশ্য দেখতে হচ্ছে, কীসের মধ্য দিয়ে তারা যাচ্ছেন, সেটি ভাবতেও পারছি না। যারা প্রাণ হারিয়েছেন, যারা আহত হয়েছেন, সবার জন্য প্রার্থনা করছি। ২০২০ সালটা আসলেই আমাদের ধসিয়ে দিচ্ছে। আমাদের এই বিশ্বটার সুস্থ হয়ে ওঠা দরকার।’

ভারত অধিনায়ক বিরাট কোহলিও লেবাননের বিস্ফোরণ নিয়ে টুইট করেছেন।

তিনি লিখেছেন– ‘হৃদয়বিদারক। স্তম্ভিত হয়ে গেছি। লেবাননের মানুষের কথা ভাবছি, তাদের জন্য প্রার্থনা করছি।’

ঘটনার পরদিন সকালে খবরটা দেখে স্তম্ভিত হয়ে পড়েন বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

এ নিয়ে ফেসবুকে তিনি লেখেন– ‘ঘুম থেকে উঠেই কী ভয়ঙ্কর খবর পেলাম! প্লিজ বৈরুতের জন্য সবাই প্রার্থনা করুন। আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন।’

বিস্ফোরণে হতাহতের খবরে খুব কষ্ট পাচ্ছেন পঞ্চপাণ্ডবের আরেকজন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ফেসবুকে লিখেছেন– ‘হায় আল্লাহ! সকালে এই ভয়ঙ্কর খবরটা দেখে অনেক কষ্ট পেয়েছি, স্তম্ভিত হয়ে গেছি। প্লিজ লেবাননের জন্য সবাই প্রার্থনা করুন।’

আজকের খুলনা
আজকের খুলনা