• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

২ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে ৫৩ প্রকল্প বাস্তবায়ন

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৯  

জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২০১৮-২০১৯ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচীর আওতায় ১ম পর্যায়ে ৫৩টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এতে সরকারের ব্যয় হয়েছে ২ কোটি ১১ লাখ ৬৫ হাজার ৬১৫ টাকা।

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্র বাসস’কে জানায়, গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচীর আওতায় ২০১৮-১৯ অর্থ বছরে মসজিদ, মন্দির, গীর্জা, সামাজিক প্রতিষ্ঠান সংস্কার ও মেরামত, রাস্তাঘাট মেরামত এবং ছোট রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।

সূত্রটি আরো জানায়, ২০১৮-১৯ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচীর অধীন নন-সোলার প্রকল্পের আওতায় ১ম পর্যায়ে ৭২ টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৫৯৯ দশমিক ৯৩১৩ মেট্রিক টন চাল। এ প্রকল্প গুলোর মধ্যে রয়েছে রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ভরাট, খাল পুনঃখনন, পুকুর পুনঃখনন, প্যালাসাইটিং কাজ। জুন মাসের মধ্যে প্রকল্পগুলোর কাজ শেষ হয়েছে বলে জানান, জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো: মোফাক্ষারুল ইসলাম।

আজকের খুলনা
আজকের খুলনা