• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

১৮ বছর পর জ্বালানি তেলের দর সর্বনিম্ন

আজকের খুলনা

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০  

করোনাভাইরাসের মহামারিতে বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের দর ব্যারেল প্রতি ২২ ডলারে নেমেছে। ২০০২ সালের পর যা সর্বনিম্ন। সোমবার (৩০ মার্চ) বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের দর ২২ ডলারে নেমেছিল। মঙ্গলবার কিছুটা বেড়ে তা দাঁড়িয়েছে ২৩ ডলার। জ্বালানির উত্তোলন কমানোর পরও কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না দাম।

গেলো এক মাস ধরে টানা কমছে জ্বালানির দর। করোনা মহামারিতে চাহিদা কমায় উত্তোলন কমিয়েছে বিভিন্ন রফতানিকারক দেশ। তবে কোন চুক্তিতে আসেনি রাশিয়া। বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় কমেছে বিমান ও গাড়ি চলাচল। শিল্প কারখানা স্থবির হয়ে পড়ায় কমে গেছে জ্বালানির চাহিদাও। বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩৭ হাজার ৮১৫ জন। এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে ৭ লাখ ৮৫ হাজার ৭৭৭ জনের শরীরে। 
 

আজকের খুলনা
আজকের খুলনা