• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

১৬ কি.মির চলাচলের অনুপযোগী, ব্রিজের ভাঙা অংশে কাঠের ঢাকনা!

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০  

কুমিল্লার দেবিদ্বার উপজেলার কালিকাপুর-পীরগঞ্জ সড়ক। ১৬ কিলোমিটার সড়কের পুরোটাই ভাঙা। সঙ্গে আরও ভোগান্তি ভাঙা ব্রিজ। সুবিল ও ইউছুফপুর ইউনিয়নের সংযোগ এগারগ্রাম বাজার সংলগ্ন ব্রিজের একাংশ ভেঙে পড়েছে। সেই ভাঙা স্থানে কাঠ দিয়ে ঢেকে দেয়া হয়েছে। সড়কটি আট বছর ধরে ভাঙা থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সরেজমিন গিয়ে জানা যায়, এই সড়ক দিয়ে ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বারের ৩০ গ্রামের মানুষ যাতায়াত করে। 

২০১১ সালে সর্বশেষ সড়কটি সংস্কার করা হয়। সড়কের কিছু অংশ ভেঙে খালে ও পকুরে পড়ে গেছে। প্রায় এসব স্থানে সিএনজি অটোরিকশা ও অন্যান্য পরিবহন উল্টে দুর্ঘটনায় শিকার হতে হয়। রাস্তার বেশি অংশ ভাঙা ফতেহাদবাদ, সুলতানপুর, সুবিল, কালিকাপুর, এগারগ্রাম ও যুক্তগ্রাম এলাকায়। এগারগ্রামের শিক্ষার্থী মোহাম্মদ শরীফ বলেন, 'সিলেট মহাসড়কের সংযুক্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটির অবস্থা এতটাই বেহাল যে, এখন তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।’ 

কালিকাপুরের সিএনজি অটোরিকশা চালক মনির হোসেন বলেন, 'এই সড়কের মতো বাজে অবস্থা মনে হয় দেশে আর নেই। এই সড়কের বেহাল অবস্থার জন্য আমাদের গাড়ি বার বার নষ্ট হয়ে যায়।’ এগারগ্রাম সিএনজি অটোরিকশার স্টেশন কেরানি জামাল মিয়া জানান, 'এই সড়কের পিচ ও কংক্রিট আগেই উঠে গেছে। পুরো সড়কই ভাঙা। দীর্ঘ আট বছর যাবৎ আমরা এই ভোগান্তিতে আছি। এর মধ্যে এগারগ্রামের ব্রিজটি মাঝ থেকে ভেঙে পড়েছে।’ 

ইউছুফপুর ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফা কামাল চৌধুরী বলেন, 'টেন্ডারে রাস্তার সাথে ব্রিজটিও অন্তর্ভুক্ত আছে। এই মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ হবে বলে আশা করছি।’  দেবিদ্বার উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম বলেন, 'টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি খুব দ্রুতই রাস্তাটির কাজ শুরু করতে পারবো।

আজকের খুলনা
আজকের খুলনা