• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

১৩ দাবিতে বরিশালে ছাত্র ইউনিয়নের সমাবেশ অনুষ্ঠিত

আজকের খুলনা

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৯  

‘বনিকের হাত থেকে বাঁচাও আমার শিক্ষাখাত, আঁধারের বৃত্ত ভেঙ্গে ছিনিয়ে আনো রাঙা প্রভাত’ শ্লোগান নিয়ে ১৩ দফা দাবিতে বরিশালে বিভাগীয় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ছাত্র সমাবেশের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক অনিক রায়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

র‌্যালি শেষে অশ্বিনী কুমার হলে জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি শম্পা দাসের সভাপতিত্বে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্র ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির দুই সাবেক সভাপতি খান আসাদুজ্জামান মাসুম ও মানবেন্দ্র দেব এবং সাবেক ছাত্র নেতা রুহিন হোসেন প্রিন্সসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

সমাবেশে বক্তারা একই ধারার গণমুখী বিজ্ঞান ভিত্তিক সার্বজনীন অসাম্প্রদায়িক শিক্ষানীতি গ্রহন ও বাস্তবায়ন, শিক্ষাখাতে জাতীয় আয়ের ৮ভাগ অথবা জাতীয় বাজেটের ২৫ ভাগ বরাদ্দ নিশ্চিত করা, শিক্ষার গনতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া, শিক্ষার বানিজ্যিকরন, বেসরকারীকরন ও সাম্প্রদায়িকীকরন বন্ধ করাসহ পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃত ও দলীয় প্রচার বন্ধ করাসহ ১৩ দফা বাস্তবায়নের দাবি দানান।

আজকের খুলনা
আজকের খুলনা