• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

১১ দিন পর খুলেছে হাবিপ্রবি

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ আগস্ট ২০১৯  

পবিত্র ইদ-উল-আযহা ও জাতীয় শোক দিবসের ছুটি শেষে দীর্ঘ ১১ দিন পর খুলেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।

আজ প্রথম কর্মদিবসে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। 

এ সময় তিনি একাডেমিক ভবন-১, একাডেমিক ভবন-২ ও একাডেমিক ভবন-৩ পরিদর্শন করেন, পাশাপাশি সকলের সাথে ইদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর ভাইস-চ্যান্সেলর প্রশাসনিক ভবন পরিদর্শন করেন। 

এ সময় তিনি কুশল বিনিময়ের পাশাপাশি কেউ অনুপস্থিত থাকলে তাদের ব্যাপারেও খোঁজ খবর নেন এবং সকলকে সঠিকভাবে অফিস করার জন্য নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার ভাইস চ্যান্সেলর মহোদয়ের সাথে ছিলেন। ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদে সোমবার থেকে ক্লাস শুরু হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা