• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

১০০ দিন পর বুড়িমারী স্থলবন্দর পুনরায় চালু

আজকের খুলনা

প্রকাশিত: ৩ জুলাই ২০২০  

বৃহস্পতিবার দুপুরের পর থেকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপে ১০০ দিন পর বাংলাদেশ ও ভারতের মধ্যে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ব্যবসা-বাণিজ্য শুরু হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টায় বুড়িমারী স্থলবন্দর হলরুমে আমদানি-রফতানিকারক এ্যাসোসিয়েশন সিএ্যান্ডএফ এজেন্ট, বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমসের কর্মকর্তাদের যৌথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দুপুর দেড়টার পর থেকে বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দর পুনরায় পণ্য বোঝাই ট্রাক যাওয়া শুরু করে।

এর আগে গত ৮ জুন বুড়িমারী স্থলবন্দর চেকপোস্ট এলাকার শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে বাংলাদেশী ও ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ১০ জুন উভয় দেশের বন্দর ব্যবহার করে ব্যবসা পরিচালনা করার সিদ্ধান্ত হয়। কিন্তু ১০ জুন বন্দর চালু হয় দুই দেশের প্রায় ১০/১২টি ট্রাক পণ্য বোঝাই করে দুই দেশের বন্দরে প্রবেশ করে।

আজকের খুলনা
আজকের খুলনা