• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

১০ কিলোমিটার পথ খাচ্ছে ৫ ঘণ্টা

আজকের খুলনা

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২০  

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ অংশের খালকুলা বাজার থেকে ১০নং ব্রিজ এলাকা পর্যন্ত মাত্র ১০ কিলোমিটার পথ। তবে এতটুকু সড়ক পার হতে যাত্রীদের সময় লাগছে ৪-৫ ঘণ্টা। সংস্কার কাজের ধীরগতির কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকেরা। এলাকা ঘুরে দেখা যায়, মহাসড়কের একপাশ বন্ধ রেখে আরেক পাশ দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করে দেয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে সড়কের দু’পাশে আটকা পড়ছে কয়েকশ যানবাহন। দীর্ঘ এ যানজট নিরসনে হাটিকুমরুল হাইওয়ে থানা ও তাড়াশ থানা পুলিশ কাজ করলেও খুব একটা কাজে আসছে না।

এদিকে মহাসড়কের একপাশের সংস্কার কাজের পানি ও বর্জ গড়িয়ে পড়ছে আরেক পাশে। ফলে যানবাহান চলাচলের রাস্তাও খানাখন্দে বেহাল। এমনকি মহাসড়কের পাশের রাস্তায় ঢুকে পড়ছে বড় বড় গাড়ি। ফলে নষ্ট হচ্ছে সেই রাস্তাটিও।

বাস-ট্রাকের বেশ কয়েকজন চালক জানান, সংস্কার কাজের ধীরগতির কারণে যানজটে তাদের দুর্ভোগ বেড়েই চলেছে। ২৬ কোটি টাকা ব্যায়ের সংস্কার কাজ করানো হচ্ছে মাত্র ১০-১৫ জন শ্রমিক দিয়ে। মেরামত কাজের ধীরগতির কারণে রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নাটোরসহ দক্ষিণবঙ্গের কিছু যানবাহনে থাকা হাজার-হাজার যাত্রী প্রতিনিয়ত চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। ৮-১০ কিলোমিটার রাস্তা পার হতেই ৪-৫ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

এ বিষয়ে তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম বলেন, শুক্র ও শনিবার যানজট একটু নিয়ন্ত্রণে থাকলেও সপ্তাহের বাকি দিনগুলোতে সারাক্ষণই ভয়বহ যানজট লেগে থাকে। সিরাজগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম পিকে মহাসড়কের দুরাবস্থার কথা স্বীকার করে বলেন, সংস্কার কাজ শেষ করতে আরও ৩-৪ মাস লেগে যাবে।

আজকের খুলনা
আজকের খুলনা