• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

হেফাজতের নতুন কমিটি থেকে মামুনুল বাদ

আজকের খুলনা

প্রকাশিত: ৭ জুন ২০২১  

নাশকতা, ধর্ষণসহ নানা অভিযোগে পৃথক ছয় মামলায় গ্রেফতার মামুনুল হককে কমিটি থেকে বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম।

সোমবার রাজধানীর খিলগাঁও চৌরাস্তায় মাখজানুল উলুম মাদরাসায় এক সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে জুনায়েদ বাবুনগরীকে আমির ও নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব করা হয়েছে।

সূত্রে জানা গেছে, এ কমিটি থেকে মামুনুল হক ছাড়াও সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীসহ অনেকেই বাদ পড়েছেন।

আগের কমিটিতে শায়খুল হাদিস আজিজুল হকের ছেলে মামুনুল হক হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব পদ ছাড়াও ছিলেন ঢাকা মহানগর কমিটির সেক্রেটারি।

গত নভেম্বরে এক ধর্মীয় সভায় রাজধানীর ধোলাইখাল থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের হুমকি দিয়ে আলোচনায় আসেন মামুনুল। গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতাল চলাকালে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ করে ব্যাপক সহিংসতা সৃষ্টি করা হয়।

এ ঘটনায় দায়ের করা তিন মামলায় প্রধান আসামি করা হয় মামুনুল হককে। এরপর ৩ এপ্রিল সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে তার নারী কেলেংকারি ইস্যুতে ভাঙচুর ও নাশকতার আরো দুটি মামলায়ও প্রধান আসামি মামুনুল হক।

এছাড়া বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে গত ৩০ এপ্রিল মামুনুলের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ধর্ষণ মামলা করেন তার কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে গত ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে গ্রেফতার করা হয়।

আজকের খুলনা
আজকের খুলনা