• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

হেফাজত নেতা হারুন ইজহার ফের রিমান্ডে

আজকের খুলনা

প্রকাশিত: ১২ মে ২০২১  

গ্রেফতার হেফাজতে ইসলামের নেতা মুফতি হারুন ইজহারের আরো দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশক আহম্মদ খন্দকারের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আফজারুল হক টুটুল।

তিনি জানান, ২১ এপ্রিল হাটহাজারী থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় হারুন ইজহারের সাতদিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল পুলিশ। শুনানি শেষে বিচারক দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

হারুন ইজহার ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলামের ছেলে। হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটিতে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

২৮ এপ্রিল নগরীর লালখান বাজার এলাকার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদরাসা থেকে হারুন ইজহারকে গ্রেফতার করে র‌্যাব। পরদিন ২৯ এপ্রিল রাতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরার ভার্চুয়াল আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

পরে ৩ মে দুপুরে ২৬ মার্চসহ আগের একাধিক মামলায় তার ৯ দিনের রিমান্ড দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালত।

আজকের খুলনা
আজকের খুলনা