• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক

আজকের খুলনা

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২০  

হিলি সীমান্তের আইসিপি বিজিবি ক্যাম্পে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সীমান্তের ২৮৫/১১ নম্বর পিলারে বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডারদের মাঝে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ভারতের রায়গঞ্জ বিএসএফের সেক্টর কমান্ডারের (ডিআইজি) টিজি সিমটি’র নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল হিলি চেকপোস্টের জিরো পয়েন্টে এলে ফুল দিয়ে বরণ করে নেয় দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল সোহরাব হোসেন ভূঁইয়ার (পিএসসি) নেতৃত্বে বিজিবি ১৮ সদস্যের প্রতিনিধি দল।

বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার সোহরাব হোসেন ভূঁইয়ার (পিএসসি) নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক, ফুলবাড়ি-২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রেজাউল ইসলাম, দিনাজপুর সদর ৪২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাইদুল জাম্মান, বিএসএফের পতিরাম ও রায়গঞ্জের সেক্টর কমান্ড (২৮,৪১,১৮৩,১৯৯) ব্যাটালিয়নের কমান্ড্যান্ট উপস্থিত ছিলেন।

এসময় বিজিবি সেক্টর কমান্ডার সাংবাদিকদের জানান, সীমান্তে অবৈধপাচার, সন্ত্রাস মাদক-চোরাচালান, অস্ত্র পাচার রোধ ও সীমান্ত হত্যা বন্ধের বিষয় নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সেক্টর পর্যায়ে আলোচনা হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা