• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

হিলি রেলস্টেশনের কার্যক্রম শুরু

আজকের খুলনা

প্রকাশিত: ৯ মার্চ ২০২০  

দুই বছর বন্ধ থাকার পর মুজিব শতবর্ষ উপলক্ষে আবারো দিনাজপুরের হিলি রেলস্টেশনের কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার থেকে এই কার্যক্রম শুরু করা হয়। সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় জেনারেল ম্যানেজার (জিএম) মিহির কান্তি গুহ উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় রেলের বিভিন্ন সেকশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন জিএম মিহির কান্তি গুহ, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত প্রমুখ। 

জিএম মিহির কান্তি গুহ বলেন, বর্তমান সরকার রেলবান্ধব। হিলি স্থলবন্দরের গুরুত্ব কথা বিবেচনা করে দীর্ঘদিন পর মুজিব শতবর্ষ উপলক্ষে স্টেশনের কার্যক্রম চালু করা হলো। এতে করে বন্দর এলাকার মানুষের যাতায়াতের সুবিধা হবে। এ সময় রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) আহসানউল্লাহ ভূইয়া, বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) নাসির উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, জনবল সঙ্কটের কারণে ২০১৮ সালের ৮ জানুয়ারি হিলি রেলস্টেশনের কার্যক্রম বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। স্টেশন মাস্টারসহ সকল স্টাফকে প্রত্যাহার করে নেওয়া হয়।

আজকের খুলনা
আজকের খুলনা