• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

হাত ছাড়াই বিমান চালান যে নারী পাইলট!

আজকের খুলনা

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০১৯  

নাম তার জেসিকা কক্স। ১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রের আরিজোনার সিয়েরা ভিস্তা শহরে জন্ম। জন্ম থেকেই দুটি হাত নেই তার।

আরিজোনা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন জেসিকা।

বিরল জন্মগত ত্রুটির কারণে দুটি হাত ছাড়া জন্ম হয় জেসিকার। কিন্তু দমে থাকার পাত্র নন তিনি। ২০০৫ সালে স্নাতক শেষে বিমান চালানোর প্রশিক্ষণ নেন অদম জেসিকা। শুরুতেই অনেক সমস্যার সম্মুখীন হলেও ধীরে ধীরে সবকিছু আয়ত্তে নেন তিনি।

আর এক সময় বিশ্বের প্রথম হাতবিহীন নারী পাইলট হিসেবে লাইসেন্সও পান জেসিকা।

শুধু তা-ই নয়, বিমান চালানোর দক্ষতা অর্জনের আগে তায়কোয়ান্দো প্রশিক্ষণও নিয়েছেন জেসিকা। তিনি তায়কোয়ান্দোতে ব্লাক বেল্টধারী। সূত্র: টুকো

আজকের খুলনা
আজকের খুলনা