• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

হলুদ দিয়েই দূর হবে দাঁতের হলদেটেভাব, জানুন পদ্ধতি

আজকের খুলনা

প্রকাশিত: ১৮ জুলাই ২০২০  

দাঁতের হলদেটেভাব নিয়ে অস্বস্তিতে পড়েন অনেকেই। অনেক সময় এই হলদেটে দাঁত লজ্জারও কারণ হয়ে দাঁড়ায়। এই বিব্রতকর সমস্যা থেকে পরিত্রাণ পেটে অনেকেই নানা রকম পদ্ধতি অবলম্বন করে থাকে।

তবে অবিশ্বাস্য হলেও সত্যি, হলুদ দিয়েই দাঁতের হলদেটেভাব দূর করা সম্ভব। তাও খুব সহজেই। দেরি না করে চলুন জেনে নেয়া যাক কীভাবে হলুদ ব্যবহারে দাঁতের হলদেটেভাব দূর হবে এবং দাঁত হবে মুক্তার মতো সাদা ঝলমলে-  

> হলুদ দাঁত সাদা করতে এবার ঘরে রাখুন কলা। কোনো রকম মেডিক্যাল ট্রিটমেন্ট ছাড়াই ভেষজ উপায়ে মুক্তার মতো ঝলমলে সাদা দাঁত পেতে কলার জুড়ি মেলা ভার। চিকিৎসকরা বলছেন, কলার মধ্যে থাকা ম্যাগনেশিয়াম, পটাশিয়াম এবং ম্যাঙ্গানিজ দাঁতের হলুদ ভাব দূর করে ফিরিয়ে দেবে দাঁতের জৌলুস। চিকিৎসকদের পরমার্শ অনুযায়ী, দিনে নিয়ম করে কলার টুকরো দাঁতে ঘষে ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। তারপর মুখ কুলকুচি করে নিন। আপনি নিজের চোখেই ফারাকটা দেখতে পাবেন।

> এছাড়াও দাঁতের হলুদভাব দূর করতে ব্যবহার করতে পারেন হলুদ। কারণ হলুদও ঝকঝকে দাঁতের চাবিকাঠি হতে পারে, যদি তা সঠিক পদ্ধতি মেনে ব্যবহার করা যায়। হলুদে রয়েছে অ্যান্টি ব্যাকটরিয়াল ক্ষমতা। বিশেষজ্ঞদের মতে, পরিমাণ মতো হলুদের সঙ্গে নারকেল তেল মিশিয়ে ব্রাশ করলে দাঁতের হলুদভাব কাটবে।

আজকের খুলনা
আজকের খুলনা