• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

হত্যার অভিযোগে গ্রেপ্তারকৃত রুবেলকে যুবলীগ থেকে বহিষ্কার

আজকের খুলনা

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০  

হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়ন যুবলীগের সভাপতি রুবেল হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রুবেল গ্রেপ্তার হওয়ার পর ওইদিনই যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'আজ (২৪ জানুয়ারি) শুক্রবার জুমার নামাজের পূর্বে স্থানীয় একটি সেলুনে চুলকাটা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বগুড়া সদর উপজেলার দশটিকা গ্রামের আবু সাঈদকে ছুরিকাহত করে হত্যা করার অপরাধে বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের যুবলীগ সভাপতি মো. রুবেল হোসেনকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।'

একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে সংগঠন থেকে বহিষ্কার করা হবে না- মর্মে সংগঠনের চেয়ারম্যান/সাধারণ সম্পাদক বরাবর জবাব প্রদানের জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নুনগোলা বাজারে একটি সেলুনে আগে-পরে চুলকাটার সিরিয়ালকে কেন্দ্র করে দুই তরুণের মধ্যে বাকবিতণ্ডা হয়। সেখানে কাঠ ব্যবসায়ী আবু সাইদ (৪০) উপস্থিত ছিলেন। তিনি ওই ২ তরুণকে সেখানে বাকবিতণ্ডা না করে অন্যত্র যেতে বলেন। এতে এক তরুণ ক্ষিপ্ত হয়ে সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর ওই তরুণ সঙ্গে করে আরও ২ জনকে নিয়ে এসে আকস্মিকভাবে আবু সাইদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে আবু সাইদকে এলোপাথারি ছুরিকাঘাত করে। পরে তার চিৎকারে লোকজন ছুটে আসলে ওই তরুণরা পালিয়ে যায়। গুরুতর আহত আবু সাইদকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর দুপুর আড়াইটায় মারা যান তিনি।এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই দিনই রুবেলকে গ্রেপ্তার করা হয়। 

আজকের খুলনা
আজকের খুলনা