• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সড়কে গাছ ফেলে ডাকাতি চুয়াডাঙ্গায়

আজকের খুলনা

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২০  

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বন্ডবিল-মাদারহুদা সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় তিন লাখ টাকা লুট করে। তাদের অস্ত্রের আঘাতে আহত হয়েছেন তিন গরু ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়ার বালুপাড়া হাটে গরু বিক্রি করে রাতে নিজ গ্রামে ফিরছিলেন আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের ৮-১০ গরু ব্যবসায়ী। রাত ৮টার দিকে একটি লাটাহাম্বারযোগে গরু ব্যবসায়ীরা আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল-মাদারহুদা সড়কের কবরস্থানের কাছে পৌঁছালে ডাকাতির কবলে পড়েন তারা।

ঘটনার শিকার আবুল হাশেম নামের এক গরু ব্যবসায়ী জানান, কবরস্থানের কাছাকাছি তাদের গাড়ি পৌঁছালে সড়কে গাছ ফেলে ব্যারিকেড দেওয়া হয়। এরপর ১০-১২ জনের মুখোশধারী একদল  ডাকাত অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে বেদম মারপিট শুরু করে। এ সময় তার কাছ থেকে ৯০ হাজার, তানজেদের কাছ থেকে এক লাখ ও তানশেলের কাছ থেকে এক লাখ টাকা লুট করে নিয়ে যায়।

একই সময় ওই সড়ক দিয়ে যাওয়া বেশ কয়েকজন আলমসাধুর যাত্রীকেও জিম্মি করে তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল লুট করে ডাকাতদলটি। মারধরে আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ডাকাত সদস্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।  

আজকের খুলনা
আজকের খুলনা