• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

সড়কগুলোর বেহাল দশা, চরম দুর্ভোগ

আজকের খুলনা

প্রকাশিত: ৩ আগস্ট ২০১৯  

গোপালগঞ্জ জেলা শহরের সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে যাওয়া-আসার একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার স্কুল কলেজগামী শিক্ষক-শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী যাতায়াত করেন। প্রায় দেড় কিলোমিটার সড়কের পাশে অবস্থিত, এনএসআই অফিস, পাসপোর্ট অফিস, শিশু একাডেমি, পানির প্লান্ট, চেম্বার অব কমার্স অফিস, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, পাবলিক লাইব্রেরি, শেখ মনি অডিটরিয়াম, শেখ ফজিলাতুন্নেচ্ছা মহিলা কলেজ, সরকারি হাঁস-মুরগির ফার্ম, এতিমখানা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ, লালমিয়া সিটি কলেজ, ডায়াবেকটিস হাসপাতাল, জেলা কারাগার, পুলিশ ব্যুরো (পিবিআই) অফিস, শহরের একমাত্র বিনোদন কেন্দ্র (শেখ রাসেল শিশুপার্ক), মধুমতি পৌর লেক, মহিলা আলিয়া মাদ্রাসা, জিম্মিসিয়ান, কাবাড়ি, ভলিবল খেলার প্রতিষ্ঠান, বিসিক শিল্প নগরী, নৈপুণ্য বিকাশ ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বিভিন্ন শিল্প কলকারখানাসহ প্রায় ৫০টিরও বেশি সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মানুষদের যাওয়া- আসার একমাত্র সড়ক হচ্ছে এটি। প্রায় শতকোটি টাকা ব্যয়ে এলজিইডি কর্তৃক নির্মিত মধুমতি লেক ও পৌরসভা কর্তৃক নির্মিত পৌর পার্কের মাঝখানে অবস্থিত সড়কে বড় বড় গর্তের ভেতরে পানি জমে মানুষ চলাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। জনৈক সোহেল রানা বলেছেন, প্রতিদিন দেশে ও দেশের বাইরে থেকে বড় বড় ট্রাক-মিনি ট্রাক-মাইক্রোবাসসহ বিভিন্ন গাড়ির চালকরা বিসিক শিল্প নগরী থেকে শুরু করে স্টেডিয়ামের মূল গেট হয়ে এনএসআই অফিস পর্যন্ত সড়কের দুপাশে গাড়ি পার্কিং করে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে ট্রান্সপোর্টে গোপালগঞ্জ জেলা শহরে আসা সকল পণ্যসামগ্রী এখান থেকে লোড-আনলোড করেন। এতে একদিকে স্কুল-কলেজগামী শিক্ষক-শিক্ষার্থীসহ নানান পেশাজীবী মানুষের যাতায়াত ব্যাহত হচ্ছে অন্যদিকে ভারী গাড়িগুলো প্রতিদিন এভাবে চলাচল করায় সড়কটি ভেঙে গর্তে পরিণত হচ্ছে। অন্যদিকে, মহিলা আলিয়া মাদ্রাসার একাধিক শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী এবং ব্যবসায়ীরা অভিযোগ করে বলেছেন, প্রতিদিন হাজার হাজার কর্মজীবী নারী-পুরুষের চলাচলের একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরে যাতায়াতের অনুপযোগী থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটির বাস্তব চিত্রের করুণ অবস্থা স্বীকার করে পৌরসভার নির্বাহী প্রকৌশলী অবিনাস বাবু বলেছেন, সড়কটি নির্মাণের জন্য আমরা একটি এস্টিমেট তৈরি করে ঢাকায় পাঠিয়েছি।

ঢাকা থেকে একটি টিম সরজমিনে পরিদর্শনও করেছেন। আশা করি ঈদের পর সড়কটি নির্মাণ কাজের দরপত্র আহ্বানসহ সড়কটি চলাচলে উপযোগী করতে পারবো। 

আজকের খুলনা
আজকের খুলনা