• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সড়ক ও রেল উন্নয়নে ১২০৭ কোটি টাকা দেবে এডিবি

আজকের খুলনা

প্রকাশিত: ১ জুলাই ২০২০  

গ্রামীণ সড়ক, সড়ক ও রেলের উন্নয়নে বাংলাদেশকে দুটি প্রকল্পের আওতায় ১৪২ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। যা স্থানীয় মুদ্রায় এক হাজার ২০৭ কোটি টাকা (৮৫ টাকা হিসেবে)। এ সংক্রান্ত দুটি ঋণ চুক্তি সই হয়েছে।

ঋণ চুক্তিতে বাংলাদেশের পক্ষ থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত তাদের কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ সই করেন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এডিবি।

তারা বলেছে, দেশের গ্রামীণ সড়ক উন্নয়নে ৮৫০ কোটি টাকা (১০০ মিলিয়ন মার্কিন ডলার) এবং সড়ক নির্মাণ ও রেলের উন্নয়নে ৩৫৭ কোটি টাকা (৪২ মিলিয়ন মার্কিন ডলার) বাংলাদেশকে ঋণ দেয়া হচ্ছে। গ্রামীণ সড়ক উন্নয়নের বিষয়ে এডিবি বলেছে, গ্রামীণ সড়ক যোগাযোগ উন্নয়ন প্রকল্পের আওতায় এই ঋণ প্রদান করা হচ্ছে। দেশের ৩২ জেলায় এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। নতুন এ চুক্তির ফলে গ্রামীণ সড়ক এক হাজার ৭০০ কিলোমিটার থেকে দুই হাজার ৬৩০ কিলোমিটার উন্নীত করা সম্ভব হবে।

এতে ৯২ মিলিয়ন মানুষ সুবিধাভোগ করবেন। সড়ক ও রেল উন্নয়নের বিষয়ে এডিবি বলছে, এর মধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সম্ভাব্যতা যাচাই, বিস্তর নক্সা, ঝুঁকি নিরূপণ, শ্রমিক, পরিবেশগত প্রভাব, জলবায়ুর ঝুঁকি ইত্যাদি মোকাবেলা সম্ভব হবে, যা প্রকল্প যথাযথভাবে বাস্তবায়নে সহযোগিতা করবে।

আজকের খুলনা
আজকের খুলনা