• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আজকের খুলনা

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৯  

স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবিতে রাঙামাটি মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ঘণ্টাব্যাপী অস্থায়ী ক্যাম্পাসে এই বিক্ষোভে পাঁচটি ব্যাচে মোট ২৫০ জন শিক্ষার্থী অংশ নেন।

রাঙামাটি মেডিক্যাল কলেজের প্রথম ব্যাচের স্নেহাশিষ চক্রবর্তী ও তৃতীয় ব্যাচের শিক্ষার্থী বৈশাখী চাকমা বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের মেডিক্যাল কলেজের কিছু জটিলতা ও দীর্ঘসূত্রিতা তৈরি হয়েছে এবং সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারণে সরকার প্রধানের স্বপ্ন নষ্টের পথে। আমাদের মেডিক্যাল কলেজে পাঁচটি ব্যাচে মোট ২৫০ জন শিক্ষার্থী আছে কিন্তু দুটি ক্লাস রুমে ভাগাভাগি করে ক্লাস করতে হচ্ছে। রাঙামাটি মেডিক্যাল কলেজের সঙ্গে আরও যে কয়টি মেডিক্যাল কলেজ শুরু হয়েছিল সেখানে সবাই স্থায়ী ক্যাম্পাসে ক্লাস করছেন, তাহলে আমরা এখনও কেন অস্থায়ী ক্যাম্পাসে? তাই দ্রুত সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর স্বপ্নের রাঙামাটি মেডিক্যাল কলেজের স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবি করছি।’

বিক্ষোভ সমাবেশ থেকে স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের কাজ শুরু না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, রাঙামাটিতে মেডিক্যাল স্থাপনার পর থেকেই বিরোধিতা করছিল আঞ্চলিক দলগুলো। ফলে ২০১৪ সালের ১০ জানুয়ারি মেডিক্যাল কলেজের যাত্রার আগে আঞ্চলিক দলের বিরোধিতার কারণে শহরে দাঙ্গা শুরু হলে প্রশাসরে পক্ষ থেকে তিন দিন কারফিউ জারি করতে বাধ্য হয়।

আজকের খুলনা
আজকের খুলনা