• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

স্থগিত হতে পারে চসিক নির্বাচন, বিকেলে সিদ্ধান্ত

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ মার্চ ২০২০  

বিশ্বজুড়ে করোনা আতঙ্ক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই করোনাভাইরাসকে মহামারী ঘোষণা করেছে। বাংলাদেশেও ১ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন এবং আক্রান্তের সংখ্যা ১৭ জন। বিদেশ ফেরত বহু মানুষকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মতো দেশজুড়ে চলছে সরকারের ব্যাপক প্রস্তুতিও।

এরই মধ্যে নানা জল্পনা-কল্পনার মধ্যেই ভোটার, প্রার্থী এবং সাধারণ মানুষের কথা বিবেচনা করেই আজ বৃহস্পতিবারেই নির্বাচন স্থগিতের ঘোষণা দিতে পারেন নির্বাচন কমিশনের দায়িত্বশীলরা। করোনাভাইরাসের কারণে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের মেয়র ও কাউন্সিল প্রার্থীদের সাথে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শিল্পকলায় বৈঠক হওয়ার কথা থাকলেও সেটিও স্থগিত করেছে নির্বাচন কমিশন। তবে নির্বাচন বন্ধ হবে নাকি যথাসময়ে হবে সেটাসহ নানাবিধ বিষয়ে আজ বিকাল ৩টায় বৈঠক হবে বলে জানান চট্টগ্রাম নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের প্রধান রিটানিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান।

তিনি বলেন, আপাতত প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যকেই ফলো করছি। কেন্দ্র থেকে পরবর্তী কোন সিদ্ধান্ত আসলে তা পরে বাস্তবায়ন করা হবে।

 

 

আজকের খুলনা
আজকের খুলনা