• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

স্ত্রীর করোনা হওয়ায় স্বামী আইসোলেশনে, ২ গ্রাম লকডাউন

আজকের খুলনা

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে পালিয়ে আসা গৃহবধূ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় স্বামীকে রাজবাড়ীর সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রেখেছে জেলা পুলিশ।

সেই সঙ্গে সদর উপজেলার দাদশী ইউনিয়নের বক্তারপুর ও সমেশপুর নামে দুটি গ্রাম লকডাউন করেছে উপজেলা প্রশাসন। বুধবার (০৮ এপ্রিল ) দুপুরে গ্রাম দুটি লকডাইন করা হয়।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান খান বলেন, জ্বর ও সর্দি-কাশি নিয়ে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হয় ওই গৃহবধূ। পরে করোনাভাইরাসের পরীক্ষা করানো হলে তিনি আক্তান্ত হিসেবে চিহ্নিত হন। এরপর তিনি ওই হাসপাতাল থেকে পালিয়ে রাজবাড়ী চলে আসেন। এ ঘটনার পর পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় তাদের স্বামী-স্ত্রীকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পাশাপাশি তারা নিজের বাড়ি ও শ্বশুড় বাড়ি যে দুটি গ্রামে অবস্থান করেছে; সেই গ্রাম দুটি লকডাইন করেছি।

 

আজকের খুলনা
আজকের খুলনা