• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সৌদিতে প্রদর্শিত হলো বাংলাদেশের ‘জয়যাত্রা’

আজকের খুলনা

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯  

সৌদি আরবের রাজধানী রিয়াদে ভারতীয় দূতাবাসে চলছে ‘আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’, প্রদর্শিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জয়যাত্রা’। গতকাল সোমবার সন্ধ্যায় এ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত ভারতীয় দূতাবাসের রাষ্ট্রদূত ইউসুফ সাঈদ। ৫ ডিসেম্বর শুরু হওয়া এ চলচ্চিত্র উৎসব চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

উৎসবের শুরুতে সৌদি আরবের ‘দ্য সোয়ান সং’, ‘অ্যা কালারফুল লাইফ’ ও ‘জলিল’ এ তিনটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া ৬ ডিসেম্বর ভারত ‘দঙ্গল’ প্রদর্শন করে। এছাড়া ইউক্রেন, ব্রাজিল, স্পেন, কাজাখস্থান, মিয়ানমার, শ্রীলংকা, ভিয়েতনাম ও মেক্সিকোর একটি করে চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ১৮ ডিসেম্বর সমাপনি দিনে প্রদর্শন করা হবে ‘দ্য কুইন’।

 ২০০৪ সালে আমজাদ হোসেনের রচনায় এবং তৌকির আহম্মেদের চিত্রনাট্য ও পরিচালনায় এ চলচ্চিত্রটি মুক্তি পায়। চলচ্চিত্র উৎসব পরিচালনা করেন বাংলাদেশ দূতাবাসের কার্যালয় প্রধান ফরিদ উদ্দিন আহম্মেদ। অতিথিদের স্বাগত জানিয়ে এবং ‘জয়যাত্রা’ চলচ্চিত্রের বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন মিশন উপপ্রধান মোহাম্মদ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন দূতাবাসের নবনিযুক্ত মিনিস্টার এসএম আনিসুল হক ও ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাঈদ সিদ্দিকী।

আজকের খুলনা
আজকের খুলনা