• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সেপ্টেম্বরের মধ্যে ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করার আহ্বান নানকের

আজকের খুলনা

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২০  

ছাত্র লীগের যে কমিটিগুলো হয়নি, আগামী সেপ্টেম্বরের মধ্যে সে কমিটিগুলো পূর্ণাঙ্গ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ৷ তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনতিবিলম্বে যে কমিটিগুলো হয়নি, সে কমিটিগুলো আগামী সেপ্টেম্বরের মধ্যেই পূর্ণাঙ্গ করতে হবে।

বৃহস্পতিবার ( ২৭ আগস্ট)  বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর ছাত্রলীগ দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ  আহ্বান জানান।

আলোচনা সভায়  প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ  ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহম্মেদ মান্নাফী,  ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ অনেকে। মহানগর ছাত্রলীগ দক্ষিণের সভাপতি মেহেদেী হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ সভা পরিচালনা করেন।

আলোচনায় নানক আরো বলেন । জিয়াউর রহমান, খুনী মোশতাক যেমনি বঙ্গবন্ধু হত্যায় জড়িত ছিল ঠিক তেমনি খালেদা, তারেক, মুজাহিদ ২১ শে আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টা চালিয়েছিল। ১৯৯৭৭ সালে মেজর জিয়া হ্যাঁ-না ভোট দিয়ে জালিয়াতি করে নিজেকে প্রেসিডেন্ট নির্বাচিত করে। ৭-ই মে ১৯৭৭ মেজর জিয়া খুনীদের চাকরিতে পুনর্বহাল ও পদোন্নতি দেয়৷

মেজর জিয়া ছিলেন পাকিস্তানি অনুচর সেই পেশায় গিয়ে যেন দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে যেন শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারেন।

ছাত্র লীগের প্রতি নানক বলেন,আমি অনুরোধ করবো, অনতিবিলম্বে যে কমিটিগুলো হয়নি, সে কমিটিগুলো আগামী সেপ্টেম্বরের মধ্যেই সেই কমিটিগুলো পরিপূর্ণ করতে হবে। সে কমিটিগুলি; যেমনি মহানগর, তেমনি থানা কমিটি, তেমনি ওয়ার্ড কমিটি, তেমনি বিশ্ববিদ্যালয় কমিটি, তেমনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটি, সমস্ত কমিটিগুলির স্ট্রাকচার দাঁড় করাতে হবে।

আজকের খুলনা
আজকের খুলনা