• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সেপটিক ট্যাংকে পড়ে শ্রমিক, বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ মার্চ ২০২০  

রংপুরের গঙ্গাচড়ায় পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। উপজেলার বুড়িরহাট নিলকচন্ডি গ্রামে সেপটিক ট্যাংকের মাটি খুঁড়তে গিয়ে এক শ্রমিক এবং সেচ পাম্পে বিদ্যুৎসংযোগ দিতে গিয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের শাহেনশাহ নামে এক ব্যক্তি বাড়ির সেপটিক ট্যাংক খুঁড়তে শ্রমিক আশরাফুল আলম বান্টুকে (৩৫) কাজে লাগান। সকাল থেকে প্রায় ২০ ফুট গভীরে গিয়ে মাটি খোঁড়েন ওই শ্রমিক। দুপুরে হঠাৎ করে তা ধসে যায়। এতে মাটিচাপা পড়ে আশরাফুলের মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে বাড়ির মালিক আত্মগোপনে রয়েছেন।

এদিকে একই গ্রামের ফারুক মিয়ার দশম শ্রেণিতে পড়ুয়া ছেলে জান্নাতুল ইসলাম জমিতে সেচ পাম্প সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

পৃথক দুটি ঘটনায় দুজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার।

আজকের খুলনা
আজকের খুলনা