• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সেনাবাহিনীর সক্ষমতা আরও একধাপ এগিয়ে গেল : সেনা প্রধান

আজকের খুলনা

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৯  

সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর উন্নয়নে সব সময় আন্তরিক। তার নির্দেশনায় সেনাবাহিনীতে আধুনিকায়নের কাজ চলছে। আধুনিক প্রযুক্তি সম্বলিত বিশ্বখ্যাত অরলিকন রাডার কন্ট্রোল গান সেনাবাহিনীর সরঞ্জামাদির তালিকায় যুক্ত হওয়ায় আকাশ প্রতিরক্ষার অংশ হিসেবে বিমান বিধ্বংসী অস্ত্র সংযোজনের ক্ষেত্রে সেনাবাহিনীর সক্ষমতা আরও একধাপ এগিয়ে গেল।

আজ দুপুরে কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভের নিদানিয়া এডি ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীতে সংযোজিত অরলিকন রাডার কন্ট্রোল গানের পরীক্ষামূলক ফায়ারিং অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন সেনা প্রধান।

রোহিঙ্গা সম্পর্কে সেনা প্রধান বলেন, পুরো ক্যাম্প নিয়ন্ত্রণ নয়, রোহিঙ্গাদের অনিয়ন্ত্রিত যাতায়াত নিয়ন্ত্রণে কাঁটাতারের বেড়া নির্মাণ করে দেবে সেনাবাহিনী। এ নিয়ে পরিকল্পনা চলছে। সিদ্ধান্ত আসলেই বেড়া নির্মাণে হাত দেবে সেনাবাহিনী।

সম্প্রতি সেনা সদস্য কর্তৃক রোহিঙ্গা কিশোরী ধর্ষণের অভিযোগ সম্পর্কে সেনা প্রধান আজিজ বলেন, ধর্ষণের বিষয়ে একটি অভিযোগ এসেছে। তা তদন্তে একজন ব্রিগেডিয়ারকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এর আগে সকাল ১০টায় সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ উখিয়ার ইনানীর নিদানিয়া হেলিপ্যাডে অবতরণ করেন।

এরপর বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের ধারায সংযোজিত অরলিকন রাডার কন্ট্রোল গানের পরীক্ষামূলক ফায়ারিং এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারির ব্যবস্থাপনায় নিদানিয়া এডি ফায়ারিং প্রত্যক্ষ করেন।

এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের খুলনা
আজকের খুলনা