• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সেতুটি এখন মৃত্যু ফাঁদ !

আজকের খুলনা

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০  

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের সুকানি সেতুটি ঝুঁকিপুর্ণ হওয়ায় মারাত্মক দুর্ঘটনার আশংঙ্কা দেখা দিয়েছে। এতে ওই এলাকার ১০টি গ্রামের মানুষ দুর্ভোগের পাশাপাশি ঝুঁকির মুখে পড়েছে।  

জানা যায়, হরিপুর উপজেলার আমগাঁও ও বকুয়া ইউনিয়নের মধ্যবর্তী সুকানি গ্রামের মধ্যে যমুনা খাল খননের ফলে ৩২ বছর আগে নির্মিত সুকানি ব্রিজের নিচের মাটি দেবে গেছে। আর ওই দেবে যাওয়া  সেতুটি যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সেতুটি ভেঙে গেলে ওই উপজেলার ১০টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।  

উপজেলা প্রকৌশলী আহসান হাবীব জানান, সেতুটির তলার মাটি কেটে নিলে কীভাবে সেটি টিকে থাকে।  সেতুটির উভয় পাশে ২০ মিটার মাটি রেখে খাল খনন করতে ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু নিদের্শনা তোয়াক্কা না করে সেতুর পাশে মাটি খনন করায় সমস্যার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম জানান, আমরা পুনঃনির্মাণের জন্য সংশ্লিষ্ট দফতরে আবেদন করেছি, আশা করি বর্ষা আসার আগেই সেতুটির নির্মাণ কাজ হবে। 

আজকের খুলনা
আজকের খুলনা