• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

সীসাযুক্ত রঙ নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

আজকের খুলনা

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৯  

সীসাযুক্ত রঙ নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) নামে একটি সংগঠন। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এই মানববন্ধন করে।

২০২০ সালের মধ্যে রঙে সীসার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করে আইন ও তার বাস্তবায়নের জোড়াল দাবি জানানো হয় এই মানববন্ধন থেকে। মানববন্ধনে এসডোর সদস্য, গার্লস গাইড এবং ড্যাফোডিল ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, ‘সীসা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। শিশুরা সীসার ভয়াবহতার শিকার সবচেয়ে বেশি হয়ে থাকে। রঙে সীসা ব্যবহার হয়। শিশু দেহে সীসা দূষণের শিকার হওয়ার একটি প্রধান উৎস এই রঙ। তাই অতি দ্রুত সীসাযুক্ত রঙ বর্জন করে আইন প্রণয়ন করা জরুরি।’

পরিবেশবান্ধব রঙ তৈরি ও ব্যবহারের আহ্বান উপস্থিত তরুণ প্রজন্ম জানায়, তারা সীসার মতো বিপজ্জনক পদার্থের ক্ষতিকর প্রভাবের মধ্যে বেড়ে উঠতে চায় না।

রঙে সীসার ব্যবহার বন্ধে প্রতি বছর বিশ্বব্যাপী ইন্টারন্যাশনাল লেড পয়জনিং সপ্তাহ পালন করা হয়। বরাবরের মতো এ বছরও এসডো বাংলাদেশে ইন্টারন্যাশনাল লেড পয়জনিং প্রিভেনশন সপ্তাহ পালন করছে।

এসডোর প্রোগ্রাম অ্যাসোসিয়েট খলিলুর রহমান জানান, তারা ২০০৯ সাল থেকে বাংলাদেশে উৎপাদিত রঙে সীসার ব্যবহার বন্ধে জনসচেতনা ও নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করে আসছে। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়ন এবং আইপেনের সহযোগিতায় বাংলাদেশ লেড পেইন্ট এলিমিনেশন শীর্ষক একটি প্রকল্প বিষয়টি নিয়ে কাজ করেছে।

আজকের খুলনা
আজকের খুলনা