• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সীমান্ত এলাকায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আজকের খুলনা

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২০  

সীমান্তের কাঁটাতারের বেড়া দুই দেশকে বিভাজন করতে পারলোও আত্মা ও ভাষাকে বিভাজন করতে পারেনি। শ্রদ্ধা আর ভালোবাসায় নানা আয়োজনে সীমান্ত এলাকায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

বর্ণমালা দিয়ে সাজানো বেনাপোলে নোম্যান্স ল্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দেয় ভারত ও বাংলাদেশের কবি, শিল্পী, সাহিত্যিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সীমান্তের এই আয়োজন ভাষা দিবস উদযাপনের চেয়ে রূপ নেয় দুই দেশের নাগরিকদের মিলন মেলায়।

 

অন্যদিকে, হিলি সীমান্তে শ্রদ্ধাঞ্জলী বিনিময়ের মধ্য বাংলাদেশ ও ভারত যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।  সকালে, হিলি সীমান্তের শূন্যরেখায় শ্রদ্ধা জানানো শেষে দুই দেশের শিল্পীরা কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন।

আজকের খুলনা
আজকের খুলনা