• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সিলেটে ২১৭০ জনের কোয়ারেন্টাইন শেষ, সবাই সুস্থ

আজকের খুলনা

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

সিলেটে নতুন করে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে আরও ২৬ জনকে। পাশাপাশি ৩৪১ জনের হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় করোনাভাইরাসের লক্ষণ শরীরে না পাওয়ায় ছাড় দেয়া হয়েছে। এ নিয়ে সিলেটে ২১৭০ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হলো।

বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৯১৮ জন। বুধবার (০১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতর সিলেটের বিভাগীয় কার্যালয় ১০ মার্চ থেকে কোয়ারেন্টাইনের হিসাব রাখা শুরু করে। সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে রাখাদের মধ্যে সুনামগঞ্জে ১০ জন, হবিগঞ্জে তিনজন ও সিলেট জেলায় নয়জন এবং মৌলভীবাজারে চারজন রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ৩৪১ জনকে কোয়ারেন্টাইন থেকে মুক্তি দেয়া হয়েছে। সব মিলিয়ে সিলেট বিভাগে কোয়ারেন্টাইন মুক্ত হলেন দুই হাজার ১৭০ জন।

সিলেট বিভাগে সর্বমোট তিন হাজার ৮৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বেশিরভাগই বিদেশফেরত।

আজকের খুলনা
আজকের খুলনা