• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সিপিবির সমাবেশে জঙ্গী হামলা, মামলার রায় আজ

আজকের খুলনা

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০  

১৯ বছর আগে রাজধানীর পল্টনে সিপিবি সমাবেশে বোমা হামলায় ৫ জনকে হত্যা মামলার রায় আজ। ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করবেন। ভয়াবহ সেই হামলায় জড়িত সব আসামির সর্বোচ্চ সাজা প্রত্যাশা রাষ্ট্রপক্ষের।

২০০১ সালের ২০ জানুয়ারি রাজধানীর পল্টন ময়দানে সমাবেশের আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি। সেই সমাবেশে বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ। ঘটনাস্থলেই মারা যান ৫ জন, আহত হন অনেকে। ঘটনার পর মতিঝিল থানায় মামলা করা হয়।

মামলার এক যুগ পরে ২০১৩ সালের নভেম্বরে সিআইডি হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ১৩ জনকে অভিযুক্ত করে হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলায় আদালতে চার্জশিট দেয়া হয়। পরের বছরের সেপ্টেম্বরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১ ডিসেম্বর, রায় ঘোষণার দিন ধার্য হয়। এ মামলার ১০৭ সাক্ষীর মধ্যে ৩৮ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। আসামিদের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণে সফল হয়েছেন এমন দাবি ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি মো. আব্দুল্লাহ আবুর।

আসামিদের মধ্যে মুফতি হান্নানের ফাঁসি কার্যকর হওয়ায় ১২ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করবেন আদালত। বর্তমানে ৪ আসামি কারাগারে। বাকিরা পলাতক।

আজকের খুলনা
আজকের খুলনা