• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

সিটিংয়ের নামে চিটিং ও যাত্রী হয়রানি বন্ধের দাবি

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৯  

রাজধানীর গণপরিবহনে সিটিং এর নামে চিটিং এবং সকল ধরনের যাত্রী হয়রানি বন্ধের দাবি জানিয়েছে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার কাউন্সিল ও মানবাধিকার জোট নামের দু'টি সংগঠন।

আজ জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা শহরসহ সারাদেশের গণপরিবহনগুলোতে সিটিং এর নামে চলছে চিটিং। সিটিং বাসের নামে প্রকাশ্যে চলছে ভাড়া নৈরাজ্য। গণপরিবহনগুলিতে সেবার মান ভালো নেই। অথচ যাত্রীদের কাছ থেকে পরিবহন কর্তৃপক্ষ আদায় করে নিচ্ছে অতিরিক্ত ভাড়া। এর সাথে যোগ হয়েছে কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারণের বদলে নির্দিষ্ট স্টপেজে চেকিং এর নামে জোরপূর্বক বাড়তি ভাড়া আদায় করা।

তারা আরও বলেন, ঢাকা শহরে লোভী পরিবহন মালিকরা অযোগ্য, অদক্ষ ড্রাইভার ও শ্রমিক দিয়ে গাড়ি পরিচালনা করছে এবং সড়কে বেপরোয়াভাবে চলছে ফিটনেসবিহীন গাড়ি। বাইরে সিটিং লেখা থাকলেও ভেতরে সিটিং এর কোনো পরিবেশ নেই। তাই জ্বালানি মূল্যের সাথে সামঞ্জস্য রেখে গণপরিবহনের ভাড়া নির্ধারণ করতে হবে পাশাপাশি গণপরিবহনগুলিতে যাত্রীসেবার মান বাড়ানো জরুরি।

মানববন্ধনে উপস্থিতি ছিলেন মানবাধিকার জোটের মহাসচিব মিলন মল্লিক, প্যাসেঞ্জার ওয়েলফেয়ার কাউন্সিলের আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা, মানবাধিকার জোটের যুগ্ম মহাসচিব গোলাম ফারুক মজনু, ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারানে সুলতান বাহার প্রমুখ।

আজকের খুলনা
আজকের খুলনা