• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকায় বাংলাদেশি আজিজ খান

আজকের খুলনা

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০১৯  

বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তা মোহাম্মদ আজিজ খান সিঙ্গাপুরের ৪০ শীর্ষ ধনীর তালিকায় অবস্থান করছেন। সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। এই তালিকায় বাংলাদেশি ব্যবসায়ী ও সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান ও তার পরিবারের নাম উঠে এসেছে। ফোর্বস বলছে, চলতি বছর সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনকুবের সম্পদের পরিমাণ গত বছরের চেয়ে ১১ শতাংশ বেড়েছে। গত বছর তাদের সম্পদের পরিমাণ ছিল ১০৪.৬ বিলিয়ন ডলার। আর এখন তা দাঁড়িয়েছে ১১৬ বিলিয়ন ডলারে।

প্রতিবেদন অনুযায়ী, সামিটের এই চেয়ারম্যান সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় ৩৪ নম্বরে রয়েছেন। বর্তমানে তার সম্পদের পরিমাণ ৯১ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ সাড়ে ৭ হাজার কোটি টাকার বেশি। পরিবার ও ব্যক্তিগত সম্পত্তি, স্টক এক্সচেঞ্জ, বিশ্লেষক ও অন্যান্য সূত্র থেকে শেয়ারহোল্ডিং ও আর্থিক তথ্য নিয়ে এ তালিকা করেছে ফোর্বস।

যেখানে শীর্ষ ৫০ ধনীর তালিকায় নতুন করে ঢুকে পড়েছে তিন ধনাঢ্য ব্যবসায়ী। এর মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান রয়েছেন।

বাংলাদেশি এই ধনকুবের এর আগে সিঙ্গাপুরের পুঁজিবাজারে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি সামিট পাওয়ার ইন্টারন্যাশনালকে তালিকাভুক্ত করার পরিকল্পনা করছেন বলে খবর পাওয়া যায়।

আজকের খুলনা
আজকের খুলনা