• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সারাদেশ ১৫ দিনের লকডাউন চায় ওয়ার্কার্স পার্টি

আজকের খুলনা

প্রকাশিত: ২২ মার্চ ২০২০  

করোনাভাইরাস মোকাবিলায় সারাদেশ ১৫ দিনের জন্য লকডাউন চায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর এক বিবৃতিতে এই দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো সুনিদিষ্টভাবেই মনে করে চীন, দক্ষিণ কোরিয়া যেভাবে সংকট মোকাবিলা করেছে সেই পথে অত্যন্ত বলিষ্টতার সঙ্গে সারাদেশ ১৫ দিনের জন্য লকডাউন করে জনগণের খাদ্য, চিকিৎসাসেবা নিশ্চিত করার ব্যবস্থা করবে সরকার। সেইসঙ্গে শ্রমজীবী-দরিদ্র মানুষের প্রতিদিনের খাদ্য চাহিদার পরিপূরণের ব্যবস্থা করবে। পৃথিবীর বিভিন্ন দেশ এভাবেই পরিস্থিতি মোকাবিলা করছে এবং বর্তমান সরকারের সেই সক্ষমতাও আছে। এ ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। জনগণ করোনা নিয়ন্ত্রণে সরকারের বলিষ্ঠ ভূমিকা কামনা করছে।

এতে আরও বলা হয়, ‘মহামারি পরিস্থিতি সৃষ্টির আগেই সব অঞ্চলে করোনা নিয়ন্ত্রণের যেসব নির্দেশাবলি ইতোমধ্যে ঘোষিত হয়েছে তা নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। নিজেদের সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে।’

আজকের খুলনা
আজকের খুলনা