• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

সাম্প্রদায়িক উষ্কানী দিয়া বিভেদ তৈরির অপচেষ্টা থেকে বিরত থাকুন

আজকের খুলনা

প্রকাশিত: ২৬ মে ২০২০  

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছর ২০২০। তাঁর শততম জন্মবার্ষিকীর দিন, ১৭ই মার্চ থেকে শুরু হয়েছে মুজিববর্ষ উদযাপন। স্বাধীন বাংলাদেশ ও বঙ্গবন্ধু একাত্মা। তিনিই একাত্তরের ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণা করেন।

তাঁর ডাকেই মানুষ স্বাধীনতার জন্য সশস্ত্র যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। বাংলাদেশের স্বাধীনতার দ্বারে পৌঁছানোর আগের বছরটি কেমন কেটেছিল বঙ্গবন্ধুর। সেই উত্তাল আন্দোলনে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক দিনগুলো নিয়ে মুজিববর্ষ জুড়ে বৈশাখী সংবাদের বিশেষ ধারাবাহিক আয়োজন- যাঁর ডাকে বাংলাদেশ।

১৯৭০ সালের ২৬শে মে ঢাকার শোয়ারিঘাটে এক নির্বাচনী পথসভায় আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান বক্তব্য রাখেন।  তিনি বলেন, “এক শ্রেণীর ধর্ম-ব্যবসায়ীদের ফতোয়া সম্পর্কে সচেতন থাকিতে আপনাদের আহ্বান জানাইতিছি। যখন বৎসরের পর বৎসর বাংলার ছেলেদের বিনা বিচারে কারাগারে আটক রাখা হয়, বাংলার বন্যা সমস্যার সমাধান না করিয়া পশ্চিম পাকিস্তানে তিন-তিনটি রাজধানী গড়িয়া উঠে, কোটি কোটি টাকা ব্যয়ে ইমারত নির্মিত হয়, তখন পূর্ব বাংলার প্রতি এই বে-ইনসাফের বিরুদ্ধে এইসকল ধর্ম-ব্যবসায়ীরা নিশ্চুপ থাকে।”

শেখ মুজিব সেই বক্তৃতায় আরও বলেন, “রাজনৈতিক কর্মী ও ছাত্রদের বিরুদ্ধে রুজুকৃত মামলাসমূহ প্রত্যাহার এবং বিনা বিচারে কাহাকেও আটক না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাইতেছি। পাকিস্তানে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খৃষ্টান সকলের সমান অধিকার। সেই সকল ধর্ম-ব্যবসায়ীদের বলিতেছি, সাম্প্রদায়িক উষ্কানী দিয়া বিভেদ তৈরির অপচেষ্টা থেকে বিরত থাকুন।”

আজকের খুলনা
আজকের খুলনা